1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় ২০ দোকান আগুনে পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় ২০ দোকান আগুনে পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

  • প্রকাশিতঃ বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ছোট মেরুং বাজারের একাংশ আগুনে ভস্মীভূত হয়েছে। এতে ২০টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩ এপ্রিল) ভোর রাত পৌনে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। এরমধ্যে আগুনে ব্যবসায়ীদের কোটি টাকার উপরে আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
আগুনে কাপড়ের দোকান, মুদি দোকান, চায়ের দোকান সহ ২০টি দোকান পুড়ে গেছে। এসময় কোনো ব্যবসায়ীই তাদের দোকানের মালামাল রক্ষা করতে পারেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
আগুনের খবর পেয়ে দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু এতোক্ষণে ২০টি দোকান পুড়ে গেছে।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।
এদিকে বুধবার দুপুরে বাজারে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ২০ জন ব্যবসায়ীর মাঝে শুকনো খাবার, কম্বল, টিন ও নগদ অর্থ বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ