1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গায় বৃষ্টির শুরুতেই বজ্রপাতে ১ শিশুর মৃত্যু - আলোকিত খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় বৃষ্টির শুরুতেই বজ্রপাতে ১ শিশুর মৃত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়িতে স্বস্তির বৃষ্টি হয়েছে। সে সাথে ছিল প্রচন্ড বজ্রপাত। বৃষ্টির এ প্রথম দিনেই বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ইয়াছিন আরাফাত (১৩)। সে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার পুরাতন বড়নাল এলাকার ইউসুফ মিয়ার সন্তান।
বৃহস্পতিবার (২ মে) সকালে বাড়ির পাশে কাঁচা আম কুড়ানোর সময় বজ্রপাতের শিকার হন ইয়াছিন আরাফাত (১৩)। ইয়াছিন আরাফাত স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার বাবা ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন বলে
বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াছ হোসেন বলেন, ‘বাড়ির পাশেই আম কুড়াচ্ছিল নিহত ইয়াছিন আরাফাত। এসময় হঠাৎ বজ্রপাতে সে মারা যায়। এ ঘটনায় তার মা-বাবা বারবার মূর্ছা যাচ্ছেন। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাটিরাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ কমল কৃষ্ণ ধর বলেন, ‘বৃষ্টি-বাতাসের মধ্যে উঠানের পাশে আম কুড়াচ্ছিল শিশু ইয়াছিন আরাফাত (১৩)। এসময় পাশেই বজ্রপাত হয়। তখন বিকট শব্দে সে ঘটনাস্থলেই মারা গেছে। বৃষ্টি বা ঝড় তুফানের সময় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ