1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়ি সেনা রিজিয়নের ব্যবস্থাপনায় আবারও হেলিকপ্টারে করে দূর্গম সাজেকে শিশুদের হামের টিকা দেওয়া হল - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়ি সেনা রিজিয়নের ব্যবস্থাপনায় আবারও হেলিকপ্টারে করে দূর্গম সাজেকে শিশুদের হামের টিকা দেওয়া হল

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
নিজস্ব প্রতিনিধিঃ
সম্প্রতি পাহাড়ে অনেক নিস্পাপ শিশুর প্রাণ ঝরে গেছে হামের প্রাদুর্ভাবের কারণে। আগেও যেমন বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির সহায়তা ঐ সব দূর্গম এলাকায় শিশুদের জন্য খাদ্য ও চিকিৎসা সহায়তা পাঠানো হয়েছিল এবারও সেরকমই মানবিক উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ১২ টার দিকে খাগড়াছড়ি সেনা রিজিয়নের ব্যবস্থাপনায় একটি হেলিকপ্টারে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ১০ সদস্য বিশিষ্ট মেডিকেল টিম পাঠানো হয় দূর্গম সাজেকের শিয়ালদহ ও বেতলিং এলাকায়। ঐ এলাকার মোট ১৭ টি পাড়াতে এই টিকা দান কার্যক্রম চলবে।
জানা গেছে ১ থেকে ১৫ বছরের সব শিশুকেই টিকা দেওয়া হবে। এ পর্যায়ে মোট ৯৬৪ জন শিশুকে টিকা দেওয়া হবে।
এই সব দূর্গম এলাকায় স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা যেমন নাজুক তেমনি চিকিৎসা সহায়তা পৌঁছানো আরো কঠিন। তাই সেনাবাহিনীর সহযোগিতা পেয়ে স্বাস্থ্য কর্মীরা যেমন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তেমনি সাধারণ এলাকাবাসীও মেডিকেল টিম সেনাবাহিনীর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সাধারণ এলাকাবাসী ও শিশুদের অবিভাবকরা মনে করেন বরাবরের মতো ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী তাদের সকল দূর্যোগে পাশে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ