1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে শব্দ দূষণ সংক্রান্ত সচেতনতা অভিযান ও লিফলেট বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে শব্দ দূষণ সংক্রান্ত সচেতনতা অভিযান ও লিফলেট বিতরণ

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে
সাজু আহমেদ, খাগড়াছড়ি:
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে খাগড়াছড়িতে তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে তরুণ ও শিক্ষার্থীদের অংশগ্রহনে খাগড়াছড়ি জিরো মাইল এলাকায় শব্দ দূষণ সংক্রান্ত সচেতনতা অভিযান ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১ টায় খাগড়াছড়ি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচী পরিচালিত হয়।
এ সচেতনতা অভিযান পরিচালনা করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাজনীম আক্তার। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহম্মদ, বিআরটিএর সহকারী পরিচালক মো. মুছা, দায়িত্বরত ট্রাফিক পুলিশ’সহ স্থানীয় ব্যক্তিবর্গ, তরুণ- তরুণী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সচেতনতামূলক অভিযান ও লিফলেট বিতরণে সাধারণ শিক্ষার্থী’সহ রেড ক্রিসেন্ট ও রোভার সদস্যরা সহযোগিতা করেন এবং তারা যানবাহন চলাচলে অতিরিক্ত শব্দ দূষণ না করতে অনুরোধ করেন।
এসময় প্রশাসন কতৃক জানানো হয় আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ