হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
রোববার (১৮ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় দীঘিনালা প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মো. আল-আমিন, যুগ্ম সম্পাদক ওসমান গণি, অর্থ সম্পাদক সুমন উদ্দিন, কার্যনির্বাহী সদস্য সোহেল রানা, সোহানুর রহমান, প্রবীর সুমনসহ সাধারণ সদস্য মো. আলমগীর হোসেন, হাসান মোর্শেদ রিফাত, হাচান আল মামুন ও দুর্জয় বড়ুয়া শান্ত প্রমুখ।
সাংবাদিকরা উপজেলার স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, যোগাযোগ ও পরিবেশ ইত্যাদি বিষয়ে মতামত তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা বলেন, “দীঘিনালার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য পেলে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সহজ হবে।”
তিনি আরও বলেন, “অংশগ্রহণমূলক প্রশাসনের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব। আমি চাই সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ দীঘিনালা গড়ে তুলতে।”
পরিশেষে এক অনাড়ম্বর পরিবেশে তিনি সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় অংশ নেন।