1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
চাঁদের গাড়ি চুরির ঘটনায় দীঘিনালায় যুবক গ্রেপ্তার - আলোকিত খাগড়াছড়ি

চাঁদের গাড়ি চুরির ঘটনায় দীঘিনালায় যুবক গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় চাঁদের গাড়ি চুরির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের জামতলী এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার হওয়া যুবক মো. জামাল মিয়া (২০), জামতলী এলাকার মো. নাছিরের ছেলে।
দীঘিনালা থানা সূত্রে জানা গেছে, উপজেলার বেতছড়ি এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে মো. ইব্রাহিম খলিলের মালিকানাধীন চাঁদের গাড়িটি জামাল মিয়া (২০) ভাড়ায় চালাতেন। গত ৩ মে তিনি গাড়িটি চুরি করে অন্যত্র পাচার করেন। যার বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।
ভুক্তভোগীর দায়েরকৃত মামলার পর পুলিশ অভিযান চালিয়ে জামালকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আরও একজন আসামি পলাতক রয়েছে।
দীঘিনালা থানার উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন জানান, ‘মামলার ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত জামাল মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ