1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে ২৮ দিনব্যাপী হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্স এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে ২৮ দিনব্যাপী হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্স এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে
সাজু আহমেদ, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, চেঙ্গীতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্স গত ৯ এপ্রিল হতে শুরু হয়ে ৬ মে পর্যন্ত মোট ২৮দিন চলমান ছিল।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জামতলি আনসার ব্যাটালিয়ন (১৭ বিএন) এর পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা টিলা আনসার ব্যাটালিয়ন (৫ বিএন) এর পরিচালক মো. আমমার হোসেন।
উক্ত প্রশিক্ষণে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলা হতে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। বিভিন্ন  উপজেলা থেকে প্রশিক্ষণ করতে ইচ্ছুক অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের নিয়ে গত ৭ ও ৮ এপ্রিল বাছাই কার্যক্রম পরিচালিত হয়। বাছাই কার্যক্রম এর মাধ্যমে ৬০ জনকে চুড়ান্তভাবে নির্বাচিত করা হয়। প্রশিক্ষণার্থীদেরকে পিটি, ড্রিল, অস্ত্র প্রশিক্ষণ ও তাত্ত্বিক ক্লাস পরিচালনা করা হয়।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আনসার ও ভিডিপি সদর দপ্তরের ভিডিপি (প্রশিক্ষণ) শাখার উপ-মহাপরিচালক জুম প্লাটফর্মে মতবিনিময় সভা করেন এবং বাহিনীতে আসন্ন বিভিন্ন উন্নতমানের প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করেন।
চট্টগ্রাম রেন্জ ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য বাহিনীর সম্পর্কিত ধারণা, আইন ও বিধিসমূহ সম্পর্কে আলোচনা করেন।
এ প্রশিক্ষণে খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখার উদ্দিন প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে “কমিউনিটি এলার্ট মেকানিজম এর মাধ্যমে অপরাধ ও অপকর্ম প্রতিহত করার কৌশল” এর বিষয়ে ক্লাস পরিচালনা করেন। খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য “সামাজিক অপরাধের ধরণ ও ব্যাপকতা” বিষয়ে আলোচনা করেন।
উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের শর্টগান ও ৭.৬২ মি. মি. রাইফেল এর বিষয়ে বিশদ ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীদেরকে ১০ রাউন্ড হারে সর্বমোট ৬০০ রাউন্ড ৭.৬২ মি. মি রাইফেল এর ফায়ারিং অনুশীলন গত ৪ মে খাগড়াছড়ি পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়। উক্ত ফায়ারিং অনুশীলনে ১০ জন প্রশিক্ষণার্থী গ্রুপিং  ফায়ারিং করতে সক্ষম হোন।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদেরকে চৌকস, বেস্ট ড্রিল, বেস্ট রানার, বেস্ট ফায়ারার, বেস্ট ক্রিকেটার, বেস্ট ভলিবল ও বেস্ট একাডেমিক সহ ২৭ জন প্রশিক্ষনার্থীকে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি দীঘিনালা জামতলি আনসার ব্যাটলিয়ন (১৭ বিএন) এর পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য মানব নিরাপত্তা রক্ষায় ভিডিপি সদস্যদের কর্মকৌশল এর বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘প্রশিক্ষণ সম্পন্ন করে প্রশিক্ষণর্থীগণ বাহিনীর উন্নত মানের কারিগরী প্রশিক্ষণ, সম্মানী ভাতার ভিত্তিতে হিল ভিডিপিতে যোগদান, স্বল্পমেয়াদে অঙ্গীভূত হওয়ার সুযোগ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি কুমিল্লা টিলা আনসার ব্যাটালিয়ন (৫ বিএন) এর পরিচালক মো. আমমার হোসেন হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্স সম্পন্নকারী সকলকে ধন্যবাদ জানান। প্রশিক্ষণ সম্পন্ন করার মাধ্যমে অত্র বাহিনীর সদস্য হিসাবে আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে লোন নিয়ে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাবেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান বলেন, ‘হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্স অত্র বাহিনীতে প্রথমবারের মত ২৮ দিন মেয়াদে পরিচালিত হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রশিক্ষণ সংশ্লিষ্ঠ সকল প্রশিক্ষক ও সকল প্রশিক্ষণার্থীদেরকে ধন্যবাদ জানান।
এছাড়া গতকাল সন্ধ্যায় প্রশিক্ষনার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে পেরে প্রশিক্ষণার্থীরা উচ্ছ্বাসিত ও আপ্লুত হোন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ