1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
চাউলের ডিলার মোমেন-কে যুবলীগ থেকে বহিষ্কার - আলোকিত খাগড়াছড়ি

চাউলের ডিলার মোমেন-কে যুবলীগ থেকে বহিষ্কার

  • প্রকাশিতঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৫২৬ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তিঃ
মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নের চাউলের ডিলার আব্দুল মোমেনকে যুবলীগের সহ-সভাপতি পদ থেকে বহিস্কার করা হয়েছে।
রবিবার রাত সাড়ে ৭ টায় বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল আলোকিত খাগড়াছড়িকে বলেন, গোমতী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল মোমেনের বিরুদ্ধে হতদরিদ্রদের মাঝে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা মূল্যের ২৮ বস্তা চাউল কালো বাজারে বিক্রির অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের মৌখিক অভিযোগ এবং বিভিন্ন মিডিয়ায় প্রচারিত সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল মোমেনকে তার স্বীয় পদসহ যুবলীগ হতে বহিস্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশে এখন দূর্যোগ চলছে। এই দুর্যোগকালীন সময়ে আমাদের সকলের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তা না করে সে অত্যন্ত অমানবিক কাজ করেছে। যুবলীগের কেউ কোন ক্রাইম করলে তার দায়ভার দল নিবেনা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ