1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় সংবাদ প্রকাশের জেরে এক সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকি - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় সংবাদ প্রকাশের জেরে এক সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকি

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ২৮৬ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোটমেরুং এলাকায় অবৈধভাবে খাদ্য বান্ধব কর্মসূচি’র চাল মজুদের অভিযোগে গত ১৩ এপ্রিল ১ ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযুক্ত ডিলার মোঃ জহির হোসেন পলাতক রয়েছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি সাপ্তাহিক চট্টবাণী পত্রিকা ও সিএইচটি বাংলাদেশ’এ পৃথকভাবে সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক চট্টবাণী পত্রিকা’র খাগড়াছড়ি জেলা ফটোগ্রাফার ও সিএইচটি বাংলাদেশ’র এর নিজস্ব প্রতিবেদক মোঃ ইদ্রিছ আলীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পলাতক ডিলার মোঃ জহির হোসেন’র ছোটভাই মোঃ জাহিদুল ইসলাম ও ভগ্নিপতি মোঃ আবদুর রহমানের নামে।
এ বিষয়ে মোঃ ইদ্রিছ আলী দীঘিনালা থানায় নিজের আত্মসম্মান ও জীবনের নিরাপত্তার দিক বিবেচনা করে দীঘিনালা থানায় সাধারণ ডায়েরি করা হয়। ডায়েরি নং-৫৬২/২০২০।
এ বিষয়ে সাপ্তাহিক চট্টবাণী পত্রিকা’র খাগড়াছড়ি জেলা ফটোগ্রাফার ও সিএইচটি বাংলাদেশ’র এর নিজস্ব প্রতিবেদক মোঃ ইদ্রিছ আলী বলেন’ সংবাদ প্রকাশের জেরে আমাকে পলাতক মোঃ জহির ও তার আত্মীয় স্বজন বিশেষ করে তার ছোটভাই মোঃ জাহিদুল ইসলাম ও তার দুলাভাই মোঃ আবদুর রহমান আমাকে শেষ করে দেওয়া অথবা দীঘিনালা ছাড়া করার হুমকি দিচ্ছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে হুমকি দিয়ে আসছে পলাতক ডিলার মোঃ জহির হোসেন’র পরিবারের লোকজন৷ এজন্য আমি আমার নিরাপত্তার স্বার্থে দীঘিনালা থানায় সাধারণ ডায়েরি করেছি।
এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির চাল নিয়ে জালিয়াতির সাথে জড়িত ডিলার মোঃ জহির হোসেন পলাতক রয়েছে। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়ায় সাংবাদিক মোঃ ইদ্রিছ আলী একটি সাধারণ ডায়েরী করেছেন। আমরা সেটা আমলে নিয়েছি এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ