1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালায় ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট “দি বেবী টাইগার্স” দীঘিনালা সেনা জোনের উদ্যোগে নয় মাইল ত্রিপুরাপাড়া উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলা এ কর্মসূচিতে প্রধান চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন রাকিবুল ইসলাম (আরএমও)।
চিকিৎসা সেবা প্রদানের সময় ক্যাপ্টেন রাকিবুল ইসলাম বলেন, “নয় মাইল এলাকা দীঘিনালা সেনা জোনের শেষ প্রান্তে অবস্থিত। এখানকার মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। এই ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা স্থানীয় জনগণের পাশে দাঁড়াতে চাই এবং তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে চাই।”
কর্মসূচিতে প্রায় তিন শতাধিক দুস্থবপাহাড়ি নারী-পুরুষ, শিক্ষার্থী ও শিশুকে চিকিৎসাসেবা দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
সেবা গ্রহণকারীদের মধ্যে একজন আশিষ কান্তি ত্রিপুরা বলেন, “আমি দীর্ঘদিন ধরে বুকে ও হাঁটুতে ব্যথায় ভুগছিলাম। এতদিন চিকিৎসার সুযোগ পাইনি। আজ সেনাবাহিনীর এই আয়োজন থেকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আমি খুবই উপকৃত হয়েছি। এই ধরনের উদ্যোগ আমাদের জন্য আশীর্বাদের মতো।”
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ