1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় করোনা আক্রান্তের সংস্পর্শে আসা কেউ আক্রান্ত হয়নি - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় করোনা আক্রান্তের সংস্পর্শে আসা কেউ আক্রান্ত হয়নি

  • প্রকাশিতঃ বুধবার, ৬ মে, ২০২০
  • ১১২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে একমাত্র করোনা আক্রান্ত যুবক এরশাদ চাকমার সংস্পর্শে আসা ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়নি। বুধবার (৬ মে) বিষয়টি নিশ্চিত করেছে খাগড়াছড়ির সিভিল সার্জন নূপুর কান্তি দাশ।
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তনয় তালকুদার জানান, করোনা আক্রান্ত এরশাদ ১৮ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে দীঘিনালায় আসে। এরপর থেকে তাকে কামুক্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারেন্টিনে রাখা হয়।
২২ এপ্রিল নমুনা সংগ্রহ করা হলে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরপর থেকে স্ত্রীসহ এরশাদ চাকমাকে আইসোলেশনে রাখা হয়। এসময় তার সংস্পর্শে আসা প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে থাকা ১০ জন এবং ৪ স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করা হয়। বুধবার (৬ মে )তাদের রিপোর্ট আসে এবং কারো শরীরে করোনা শনাক্ত হয়নি ।
এছাড়া ১ মে পুনরায় নমুনা সংগ্রহ করার পর তার করোনা নেগেটিভ আসে। তবে তৃতীয় দফায় নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। তৃতীয় ধাপে নেগেটিভ আসলে করোনামুক্ত হবে পুরো জেলা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ