নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে দিন দিন বাড়ছে করোনার সংক্রমণ। আক্রান্ত হচ্ছে পুলিশ, চিকিৎসক, ব্যাংক কর্মকর্তা সহ নানা মানুষ।
খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় আরো ৮ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৯৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে জেলা রামগড়ে ৭ জন ও মানিকছড়িতে একজন। তবে এর মধ্যে করোনা জয়ী হয়েছেন ২৭ জন। রামগড়ে আক্রান্ত ৭ জনের মধ্যে সোনাইপুল পুলিশ চেক পোস্টের তিন সদস্য, কৃষি অফিসের একজন স্টাফ, গ্রামীণ ব্যাংকের একজন স্টাফ, জিসকা ওষুধ কোঃ এম আর একজন স্টাফ ও চৌধুরী পাড়ার একজন কৃষক।
খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ জানান, এ পর্যন্ত ১৩‘শ ৫২ জনের নমুনা প্রেরণ করা হয়েছে। তারমধ্যে ফলাফল এসেছে ৯‘শ ৮৩ জনের।
সংক্রমণ হারের বিবেচনায় মানিকছড়ি,রামগড় পৌরসভা ও খাগড়াছড়ি পৌর শহরকে রেড জোনের আওতায় রাখা হয়েছে।
এছাড়া মাটিরাঙা ,দীঘিনালা,পানছড়ি, লক্ষীছড়িকে সবুজ জোনের আওতায় রাখা হয়েছে।