শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:০২ অপরাহ্ন
পানছড়ি প্রতিনিধিঃ
পানছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস।
এ উপলক্ষে শনিবার সকাল আটটায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: আব্দুল মোমিনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন করে।
পর্যায়ক্রমে যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ পুষ্পমাল্য অর্পন করা হয়। পূষ্পমাল্য অর্পন শেষে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, সাবেক সভাপতি মো: বাহার মিয়া, সাবেক সম্পাদক ও প্রেস ক্লাব সভাপতি জয়নাথ দেবসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন করা হয়।