1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা আর নেই - আলোকিত খাগড়াছড়ি

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা আর নেই

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ
বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মা মালেকা বেগম (৯৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সকালে তিনিভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে মৌটুপি গ্রামে তার নিজ বাসভবনে মারা যান।
বীরমাতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার নাতি সেলিম আহমেদ লিটন। মালেকা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত নানা রোগে ভূগছিলেন। সম্প্রতি কিডনিতে সমস্যা, রক্তশূন্যতা ও শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গেলে হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
গত ২০ আগস্ট উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসার পর অবস্থার কিছুটা উন্নতি হলে গত সপ্তাহে তাকে ভোলায় নিয়ে যাওয়া হয়।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ