1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
রামগড়ে ধর্ষকের মৃত্যুদণ্ড আইন চেয়ে মানববন্ধন - আলোকিত খাগড়াছড়ি

রামগড়ে ধর্ষকের মৃত্যুদণ্ড আইন চেয়ে মানববন্ধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ২১ বার পড়া হয়েছে
নুরুল কবির আরমানঃ
খাগড়াছড়ি জেলার রামগড়ে ধর্ষকের মৃত্যুদণ্ড আইন চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (৬অক্টোবর) মঙ্গলবার সকাল ১০টায়  খাগড়াছড়ি জেলার রামগড় প্রেসক্লাবের সামনে  ‘আমার উদ্যোগ’ ব্যানারে তরুণ লেখক মাওলানা আবদুল হান্নান মনছুর’র একক উদ্যোগে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আইন চেয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাওলানা মনছুর একক উদ্যোগ নিলেও তার সাথে সংহতি প্রকাশ করে বিভিন্ন মাদ্রাসার আলেম-ওলামা ও যুবক একত্রিত হলে তা মানববন্ধনে রুপ নেয়।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে মাওলানা মনছুর ছাড়াও বক্তব্য রাখেন, মাওলানা কাজী মুহিত, রামগড় বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন রাজু, মাও: কাজী মহিব্বুল্যাহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, হঠাৎ করে আমাদের দেশে ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে।  প্রতিদিন কোথাও-না-কোথাও ধর্ষণের ঘটনা ঘটছে। এভাবে একটি স্বাধীন রাষ্ট্রে চলতে পারে না। সুতরাং ধর্ষণকারী যেই হোক তার দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। এ সময় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আইন চেয়ে তা কার্যকর করার জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধনে মাওলানা জুনায়েদ, মাওলানা আরিফুল ইসলাম, নুর ইসলাম পারভেজ, মাও: রহমত উল্যাহ, ফোরকান চৌধুরী, মহিব্বুল্যাহ চৌধুরী, মো: নুরুন নবীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ