1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় নারীসহ ৩ ব্যাক্তিকে অপহরণ, থানায় মামলা - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় নারীসহ ৩ ব্যাক্তিকে অপহরণ, থানায় মামলা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ২০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় এক গ্রামের ৩ ব্যাক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) গ্রুপের বিরুদ্ধে। তবে তাদের এ অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ।
রবিবার (১১ অক্টোবর) দুপুর ১ টার দিকে উপজেলার ২ নং বোয়ালখালী ইউপির ৬ নং ওয়ার্ডের কামুক্ক্যাছড়া এলাকা থেকে তাদের খবর পাঠিয়ে সু-কৌশলে তুলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। অপহৃত ব্যাক্তিরা হলেন, ধর্ম দাশ চাকমার স্ত্রী রাজলক্ষ্মী চাকমা(৬৫) ছেলে রণজ্যোতি চাকমা (৩২) এবং প্রিয় নাথ চাকমার ছেলে প্রভাত চন্দ্র চাকমা (৩৫)। এতে আতংক আর উৎকন্ঠা বিরাজ করছে তাদের পরিবার সহ স্থানীয় গ্রামবাসীদের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপিডিএফ-প্রসীত গ্রুপের লিডার অমর চাকমা কামুক্যাছড়ার কার্বারী প্রণয় চাকমাকে কল দিয়ে রাজলক্ষ্মী চাকমা(৬৫) ছেলে রণজ্যোতি চাকমা (৩২) এবং প্রভাত চন্দ্র চাকমা (৩৫) কে বাবুছড়া এলাকায় যেতে বলে।
কার্বারী ঐ ৩ ব্যক্তিকে খবরটি পৌঁছে দিলে তারা বাবুছড়া যাওয়ার পর তাদের অপহরণ করা হয়। এদিকে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ মারমা অপহরণের বিষয়টি অস্বীকার করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দেব জানান, সোমবার রাতে থানায় একটি অপহরণ মামলা রুজু করা হয়েছে। অপহৃতদের উদ্ধারের জন্য আমরা আমাদের আইনী পদক্ষেপ অব্যাহত রেখেছি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ