শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির পানছড়িতে অগ্নি নির্বাপক মহড়াসহ আগুন নিভানোর নানান কৌশল সম্পর্কে ধারনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) পানছড়ি সাবজোনের আয়োজনে সকাল দশ’টা থেকে পানছড়ি বাজারের প্রধান সড়কে আয়োজিত অগ্নি নির্বাপক মহড়া উপভোগে ছিল দর্শনার্থীর উপছে পড়া ভীড়।
এ সময় আগুন নিভনোর প্রাথমিক কৌশলগুলো প্রদর্শন করে দেখান খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রাজেশ বড়ুয়া।
এ মহড়ায় আরো উপস্থিত ছিলেন পানছড়ি সাব জোনের ওয়ারেন্ট অফিসার মো: এনামুল হক, ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন, বাজার উন্নয়ন কমিটির সভাপতি হেদায়েত আলী তালুকদার প্রমুখ।