1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালী, জাতীয় চার নেতার স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পন ও তাদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসেইপ্রু চৌধুরী অপু, আব্দুল জব্বার, পার্থ ত্রিপুরা জুয়েল, জুয়েল চাকমা, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সাধারণ সম্পাদক কেএম ইসমাইল সহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জাতীয় চার নেতাসহ দেশের জন্য আত্মত্যাগীদের স্মরণ ও আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ