শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:১২ অপরাহ্ন
মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ স্বাস্থ্যববিধি মেনে নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
বুধবার ৯ ডিসেম্বর বেলা সাড়ে ১০ ঘটিকার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত দিবসটির তাৎপর্য তুলে ধরে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার তৃলা দেব’র সভাপতিত্বে এবং কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের মাটিরাঙ্গা উপজেলা সুপারভাইসার মো.ইউনুস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বাদশাহ্ ফয়সাল,বর্নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ বক্তব্য পেশ করেন।
মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী সমাজকে দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে নিরলস কাজ করে যাচ্ছে। সরকারের বিচক্ষণ, গতিশীল ও বলিষ্ঠ পদক্ষেপের কারণে রাজনীতি, পররাষ্ট্রনীতি, আইন প্রণয়ন, প্রশাসন, অর্থনীতি, সাংবাদিকতা, শিল্প-সংস্কৃতি ও খেলাধুলাসহ পেশাভিত্তিক সকল ক্ষেত্রে নারীদের আজ গর্বিত পদচারণা।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার তৃলা দেব বলেন, বেগম রোকেয়ার আদর্শ, সাহস, কর্মময় জীবন নারী সমাজের এক অন্তহীন প্রেরণার উৎস। তাছাড়া নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। নারী-পুরুষের সমান অংশীদারিত্ব ই টেকসই উন্নয়ন সম্ভব বলে মনে করেন তিনি।
একই সময়ে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা ৩জন শ্রেষ্ঠ জয়িতাকে ৩টি ক্যাটাগরিতে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করা গোমতি ইউনিয়নের মহাজন পাড়ার হেমবালা ত্রিপুরা, সফল জননী নারী হিসেবে আমতলী ইউনিয়নের রামশিড়ার ফিরোজা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে শুরু করা আমতলী কামিনী পাড়ার স্বাধীনলতা ত্রিপুরা কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবাইয়াত তানিম, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আব্দুল গনি, তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হুমায়ুন কবির সহ অনেকে উপস্থিত ছিলেন।