আগামীকাল খাগড়াছড়িতে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন ও আইনশৃঙ্খলা সভায় যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিতঃ
বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
১৭
বার পড়া হয়েছে
নিউজ ডেস্কঃ
আগামীকাল খাগড়াছড়িতে ই-পাসপোর্ট সেবা সার্ভিস উদ্বোধন এবং জেলার বিশেষ আইনশৃংখলা সভায় যোগ দিবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি।
২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ তিনি খাগড়াছড়ি এসে পৌঁছবেন বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের একটি সূত্র।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সকাল ১১টায় খাগড়াছড়ির আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে খাগড়াছড়িসহ আরও ৬টি জেলার ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর জেলার আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় যোগদান ও জেলা কারাগার পরিদর্শন করবেন।
সভায় সামরিক-বেসামরিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ জেলার সকল সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।