শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
তীব্র শৈত্যপ্রবাহে পাহাড়ের বসবাসকৃত দরিদ্র জনগোষ্ঠী যখন শীত বস্ত্রের অভাব বোধ করেন। ঠিক তখনী তাদের পাশে উষ্ণতা দিতে প্রথম বারের মতো খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শতাধিক পরিবারের পাশে দাড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার পরিমল দে ফাউন্ডেশন।
শনিবার ৯ জানুয়ারী সকাল ১১ ঘটিকার সময় মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে অত্র উপজেলার বিভিন্ন স্থানের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম।
এসময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার তৃলা দেব,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরণজয় ত্রিপুরা, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার পরিমল দে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট ডা. পরাগ দে উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
মুক্তিযোদ্ধা মাষ্টার পরিমল দে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট ডা. পরাগ দে সাংবাদিকদের বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও চিকিৎসক হিসেবে পাহাড়ের অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতে আরো বড় পরিসরে শীতবস্ত্র বিতরণ সহ শিক্ষাবৃত্তি দেয়ার আশাবাদ ব্যাক্ত করেন তিনি।