পানছড়ি প্রতিনিধি:
রাকিব হত্যায় জড়িতদের ফাঁসি চেয়ে মানববন্ধন করেছে পানছড়ি হোন্ডা চালক কল্যাণ সমিতির সদস্যরা।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় উল্টাছড়ি ও পানছড়ি হোন্ডা চালক সমিতির পক্ষ থেকে পানছড়ি বাজারের মূল পয়েন্ট থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করা হয়।
এই সময় বক্তব্য রাখেন মোটরসাইকেল চালক সমিতির সভাপতি মেহেদী হাসান কবির, মাসুদ রানা, সোলাইমান হোসেন ও আশরাফুল নাহিম। মানববন্ধনে বক্তারা রাকিবকে নৃশংসভাবে হত্যা কান্ডের তীব্র নিন্দা জানিয়ে মূল অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী জানান।
নিহত রাকিবুল (১৮) পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউপির আলী নগর গ্রামের আলী হোসেনের ছেলে এবং পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের এইচএসসির প্রথম বর্ষের শিক্ষার্থী।
এই বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল হোসেন বলেন, আমরা অপরাধীদের খোঁজে বের করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা চালাচ্ছি। এ বিষয়ে আমাদের পুলিশের টিম মাঠে রয়েছে।
প্রসঙ্গত; মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ৫ নং উল্টাছড়ি ইউপির আলীনগর এলাকায় অজ্ঞাত দূর্বৃত্তরা তার উপর অতর্কিত হামলা চালিয়ে মাথায় কুপিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা হাসপাতাল ও পরে খাগড়াছড়ি জেলা হাসপাতালে প্রেরণ করে। অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে বুধবার (২০ জানুয়ারি) ভোর রাত ৪ টার দিকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।