1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গা পৌর নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ - আলোকিত খাগড়াছড়ি

মাটিরাঙ্গা পৌর নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ২৫ বার পড়া হয়েছে

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:

আগামী ১৪ ফেব্রুয়ারি ৫ম ধাপে অনুষ্ঠিতব্য মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪৯জন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল থেকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়।

এসময় মাটিরাঙ্গা পৌরনির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহামেদ,উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯শ৬৫ জন। পুরুষ ভোটার ৯ হাজার ৮শ ৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১শ ৬৯ জন বলে জানা যায়। মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথে ভোট গ্রহণের কথা রয়েছে।

এতে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মো.সামছুল হক নৌকা, বিএনপির মনোনীত মো. শাহাজালাল কাজল ধানের শীষ এবং স্বতন্ত্র প্রার্থী এমএম জাহাঙ্গির আলম মোবাইল প্রতীক পেয়েছেেন।

এছাড়াও সংরক্ষীত মহিলা আসনে ৬জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থীদের মধ্যে এদিন প্রতীক বরাদ্দ দেয়া হয়।

মাটিরাঙ্গা পৌরনির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহামেদ জানান,নির্বাচন কমিশনের দেওয়া আচরণবিধি যথাযথভাবে মেনে চলতে প্রার্থীদের নির্দেশনা দেয়া হয়েছে। যদি কোনও প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যাবস্থা  গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ