1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
সংকটাপন্ন আ:লীগ কর্মী রমিজার পাশে মানবিক নেতা পার্থ ত্রিপুরা জুয়েল - আলোকিত খাগড়াছড়ি

সংকটাপন্ন আ:লীগ কর্মী রমিজার পাশে মানবিক নেতা পার্থ ত্রিপুরা জুয়েল

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি:
রমিজা বেগম! খাগড়াছড়ি জেলার একজন পরিচিত মুখ। জেলা শহরের সবুজবাগের সর্বোচ্চ পাহাড়ের ওপর যার বসবাস।
 নুন আনতে পানতা ফুরালেও আওয়ামী রাজনীতিতে সেই দুঃসময় থেকে খেয়ে না খেয়ে লেগেই আছেন এ রমিজা।
এইতো! খাগড়াছড়ি পৌর নির্বাচন সময়কালে পৌর শহরের আনাচে-কানাচে নৌকার ভোট ভিক্ষায় দুয়ারে দুয়ারে ঘুরেছেন অন্যদের সাথে রমিজা। যা সবারই দৃষ্টিতে ছিলেন। ঠিক ১৫ জানুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
১৬ জানুয়ারি নির্বাচনের দিনও চেঙ্গী স্কয়ারে ও কলেজ কেন্দ্রে শারীরিক অসুস্থতা নিয়ে নির্বাচনের শেষ মুহুর্ত পর্যন্ত নির্বাচনী মাঠে থাকেন। একেবারেই না পারতেই ভর্তি হন, খাগড়াছড়ি সদর হাসপাতালে। এই পরীক্ষা, সে পরীক্ষার পাশাপাশি চলতে থাকে চিকিৎসা। এভাবেই বিছানায় পড়ে থাকেন দীর্ঘদিন। একদিকে চিকিৎসা ব্যয় বহন, আরেকদিকে পরিবারে এমন কেহ নাই সহানুভূতি দেখানোর, পাশে থাকার। পুরো একাকীত্ব! দুর্বিসহ জীবন।
সর্বশেষ শারীরিক অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতাল হতে রমিজা বেগমকে রিলিজ করে দেয়া হয়।
এ খবর জানতে পারেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য ও স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল আলোকিত খাগড়াছড়ি’র প্রকাশক পার্থ ত্রিপুরা জুয়েল।
তিনি খাগড়াছড়ির একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে রমিজার চিকিৎসার বিষয়ে আলোচনা করে বিস্তারিত অবগত হন। চিকিৎসক জানান, রোগীর অবস্থা সংকটাপন্ন! জরুরীভাবে অপারেশন করতেই হবে। অন্যথায় বা বিলম্বিত হলে ক্ষতি হতে পারে রমিজার।
দারিদ্র্যতা, আর্থিক অনটন, বিধবা নারী এমন ত্যাগী কর্মী রমিজা বেগমের অবশেষে খাগড়াছড়ি লাইফ কেয়ারে অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়। অপারেশন ও চিকিৎসা ব্যয় প্রায় অর্ধ লক্ষাধিক টাকা ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন খাগড়াছড়ির মানবিক এ তারুণ্য নেতা পার্থ ত্রিপুরা জুয়েল।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ