মো. শাকিল, দীঘিনালা;
খাগড়াছড়ির স্থানীয় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আলোকিত খাগড়াছড়িতে গত ২৮ সেপ্টেম্বর “সরকারি কাজেও দীঘিনালা বিদ্যুৎ অফিসে দিতে হয় ঘুষ” শিরোনামে নিউজ প্রকাশের পর ঘুষের টাকা ফেরত দিয়েছে দীঘিনালা বিদ্যুৎ বিভাগের সাব এসিস্ট্যান্ট মো. আরিফ।
শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় পূর্ব হাচিনসন পুর এলাকায় গিয়ে টাকা উত্তোলনকারী মো. ইউনুছের কাছে তিনি ঘুষের নেওয়া ১২ হাজার টাকা ফেরত দেন। এসময় এলাকার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, বিদ্যুৎ অফিসের কথা বলে গত সপ্তাহে আমাদের এ পূর্ব হাচিনসন পুর এলাকার ৪৩টি মিটার থেকে ৪৩ হাজার টাকা উত্তোলন করেছে ইউনুছ গং। কিন্তু ঘুষের টাকা ফেরত দেওয়ায় আমরা মাত্র ১২ হাজার টাকার হিসাব পেলাম। বাকি ৩১ হাজার টাকা এখনো ইউনুছের কাছে রয়ে গেছে। সে টাকাটাও দ্রুত উদ্ধার করার দাবী জানান ভুক্তভোগীরা।
উল্লেখ্য, দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়া ও পূর্ব হাচিনসন পুর এলাকায় দুই তারের বৈদ্যুতিক খুটিকে চার তারে উন্নীত করার কাজ করেছে খাগড়াছড়ি বিদ্যুৎ বিভাগ। সরকারি এই কাজটিকে খাগড়াছড়ি বিদ্যুৎ বিভাগ দীঘিনালা বিদ্যুৎ বিভাগের মাধ্যমে পরিচালনা করেছে। মুসলিম পাড়ায় টাকা ছাড়া কাজ শেষ করা হলেও পূর্ব হাচিনসন পুর এলাকায় মিটার প্রতি ১ হাজার টাকা করে নেওয়া হয়েছিল। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তথ্য উপাত্তসহ আলোকিত খাগড়াছড়িতে নিউজ প্রকাশ হলে আজ ঘুষের টাকা ফেরত দেয় বিদ্যুৎ বিভাগ।