নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিল শেডে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক সিআরপিসি (CrPC ও পিআরবি (PRB) নির্দেশনা অনুযায়ী অবৈধ সমাবেশ, উচ্ছৃঙ্খল জনতা নিয়ন্ত্রণ, ছত্রভঙ্গের জন্য বল প্রয়োগের এপ্লিকেশন অব ফোর্স (Application of Force) নিয়মাবলী সংক্রান্ত ব্রিফিং ও অনুশীলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় রায়ট ড্রিলের বিভিন্ন ধাপসমূহ সম্পর্কে এবং অবৈধ সমাবেশ, উচ্ছৃঙ্খল জনতা নিয়ন্ত্রণে করণীয় ও বর্জনীয় সম্পর্কে ব্রিফ করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. নাঈমুল হক পিপিএম। ব্রিফিং শেষে পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের রায়ট ড্রিল অনুশীলন সরেজমিনে পরিদর্শন করে দেখেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি।
এসময় খাগড়াছড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিনিয়া চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) কে এইচ এম এরশাদ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।