মো. আবদুর রউফ:
সারাদেশে বইছে শৈত্যপ্রবাহ। এর থেকে বাদ যাচ্ছেনা পাহাড়ি জেলা খাগড়াছড়িও। হাড় কাপানো শীতে যেন মুহ্যমান অসহায় শীতার্ত মানুষগুলো। এই শৈত্যপ্রবাহে অসহায় শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে তাদের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। খাগড়াছড়িতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে পুলিশ লাইন্স মাঠে খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মুক্তাধর পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জসীম উদ্দিন পিপিএম, খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) সৈয়দ মুমিদ রায়হান সহ জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শীত বস্ত্র বিতরণ কালে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, ‘অসহায় এসব মানুষদের প্রতি বুক ভরা ভালবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি তাদের পাশে দাঁড়িয়েছে। আমরা চেয়েছি এই মানুষগুলোও আমাদের মতো একটু উষ্ণতা উপভোগ করুক। আমরা মনে করি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের দায়িত্ব। আমরা এভাবে তাদের পাশে দাঁড়াতে চাই। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’