নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়িতে অবৈধ অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি সদর থানার একটি চৌকস আভিযানিক দল। এসময় ২টি সাদা রংয়ের কার্তুজ ও একটি চাঁদা আদায়ের রশিদ বইও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম সোনামনি বৈষ্ণব ত্রিপুরা(৩৯)। সে ভাইবোনছড়া ইউপির ২নং প্রকল্প গাছবান এলাকার মৃত নির্মল দাস বৈষ্ণব ত্রিপুরার ছেলে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোর রাত ৪টার দিকে খাগড়াছড়ি জেলার সদর থানা এলাকার ভাইবোনছড়া ইউনিয়নের গাছবান ২নং প্রকল্প এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজী করার সময় তাকে গ্রেফতার করা হয়।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি করার সময় একজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২ রাউন্ড কার্তুজ এবং চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়।’
পুলিশ সুপার আরও বলেন, ‘জেলার অভ্যন্তরীন আইন শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুন্ন রাখতে এবং খাগড়াছড়ির সম্মানিত নাগরিকদের একটি ভীতিহীন, শান্তিপুর্ণ সুশীল সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে খাগড়াছড়ি জেলায় মাল্টিলেয়ার সুরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ বিভিন্ন পুলিশি আইনি কার্যক্রম প্রণয়ন করা হয়েছে। জেলা পুলিশের প্রতিটি ইউনিট অত্র জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। মাদক, চোরাচালান, চাঁদাবাজী, সন্ত্রাসী কর্যক্রম বন্ধে খাগড়াছড়ি জেলা পুলিশ সোচ্চার রয়েছে।’