শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
পানছড়ি প্রতিনিধি:
জেলার পানছড়ি সদর ইউপির তিন শতাধিক দু:স্থ ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য
সামগ্রী বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে এর
সার্বিক সহযোগিতা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়।
৩নং পানছড়ি ইউপি’র তত্ত্বাবধানে ৯ এপ্রিল বৃহষ্পতিবার সকাল দশটা থেকে খাদ্য
সামগ্রী বিতরণ করেণ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু
চৌধুরী অপু।
ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন জানান, ইউপির ৩৬৬ জন আজ খাদ্য সামগ্রী পেয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পানছড়ি প্রেস ক্লাব সভাপতি জয়নাথ দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব ও সংসদ সদস্যর ব্যক্তিগত সহকারী খগেন্দ্র ত্রিপুরা, ইউপি সচিব নজরুল ইসলামসহ সকল ইউপি সদস্যরা।