শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
আগামী ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এ ধাপে খাগড়াছড়ি পার্বত্য জেলার ৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হলো খাগড়াছড়ি সদর উপজেলা, দীঘিনালা উপজেলা ও পানছড়ি উপজেলা। এর মধ্যে খাগড়াছড়ি পৌর এলাকার ৬টি কেন্দ্রে গোলযোগের আশংকা করছেন খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম। দিদারুল আলম খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।
রবিবার নির্বাচনী প্রচারণার শেষ দিনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ আশংকা প্রকাশ করেন। কেন্দ্রগুলো হলো ২নং পৌর ওয়ার্ডের খাগড়াছড়ি সরকারি কলেজ ও রহমতপুর কুমিল্লা টিলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩নং পৌর ওয়ার্ডের খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ও মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৬ নং পৌর ওয়ার্ডের টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় শালবাগান।
মো. দিদারুল আলম বলেন, কতিপয় দুষ্কৃতকারীরা নির্বাচন বানচাল করার জন্য তৎপরতা শুরু করেছে। তারা নির্বাচনের দিন কেন্দ্রগুলোতে গোলযোগ সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচন বানচাল করতে চায়। তারা চায় গোলযোগের মাধ্যমে প্রয়োজনে নির্বাচন যেন স্থগিত করা যায়। একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে তিনি এ বিষয়ে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন রয়েছেন। খাগড়াছড়ি সদর উপজেলায় ভোট কেন্দ্র ৪১টি। মোট ভোটার ৯২ হাজার ৮৬৪ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৪৭ হাজার ৮৯৫ ও নারী ভোটার ৪৪ হাজার ৯৬৯ জন।
দীঘিনালা উপজেলায় চেয়ারম্যান পদে মোট ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন রয়েছেন। দীঘিনালা উপজেলার ভোট কেন্দ্র ৩৬টি। মোট ভোটার ৯০ হাজার ১৯৪। পুরুষ ভোটার ৪৬ হাজার ৮১ জন ও নারী ভোটার ৪৪ হাজার ১১২ জন। দুর্গম নাড়াইছড়িতে ভোটার সরঞ্জাম গিয়েছে হেলিকপ্টার।
পানছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন রয়েছেন। পানছড়িতে মোট ভোটার ৫৬ হাজার ৫ ভোট। তার মধ্যে পুরুষ ভোটার ২৮ হাজার ২৪ ভোট ও নারী ভোটার ২৭ হাজার ৯৮০ ভোট।
৬ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে। কোথাও কোন গোলযোগ করার সুযোগ নেই। ভোট সুষ্ঠু এবং সুন্দর হবে। এ ব্যাপারে সকল প্রার্থীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।