শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
করোনার সংক্রমণ সম্ভাবনা বেশি এমন এলাকাসহ খাগড়াছড়ির বিভিন্ন অলিগলি ও বাজারে এখনো মানুষের অসতর্ক আনাগোনা। যমদূত দোরগোড়ায় জেনেও সেনা-পুলিশের টহল আর কঠোর হওয়ার হুমকি কানে তোলার প্রয়োজন মনে করছেন না তারা। তবে হাল ছাড়ছেন না সেনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি বাজারে কেনাকাটার ধুম পড়েছে। যদিও সামাজিক দূরত্বতো বহুদূর অনেকেরই নেই ন্যূনতম সুরক্ষা। ব্যাগভর্তি বাজারের সাথে বিনামূল্যে কোভিড-১৯ যে ঘরে ঢুকে যাচ্ছে না তার নিশ্চয়তা দিচ্ছে কে?
আজ খাগড়াছড়ির পথঘাট আর বাজার ঘুরে মনে হবে না দরজার সামনে হাজির মৃত্যুদূতের খবর জানেন এখানকার বাসিন্দারা। একজন বলেন, দোকান না খুললে খাব কি, পেট চলবে কিভাবে? আমাদের এদিকে ত্রাণ আসে না।
একজন দোকানদার বলেন, একজন বাজার করতে আসলে সঙ্গে ২-৩ জন আসে। সাথে বাচ্চাও নিয়ে আসে। আইশৃঙ্খলা রক্ষাবাহিনীর সব আয়োজন বিফলে যাচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন সেনা টহল অধিনায়ক। খাগড়াছড়ি বাজার এলাকায় অপ্রয়োজনে বেরুলে প্রতিকী শাস্তিও দিয়েছে সেনাবাহিনী। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া চলমান সব উদ্যোগ বিফলে যায় কিনা সে সংশয় রয়েই যাচ্ছে।