1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দ্বিতীয় ধাপে খাগড়াছড়ির ৩ উপজেলায় ভোট গ্রহণ চলছে - আলোকিত খাগড়াছড়ি

দ্বিতীয় ধাপে খাগড়াছড়ির ৩ উপজেলায় ভোট গ্রহণ চলছে

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৪৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে খাগাড়াছড়ি জেলার খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও পানছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন চলছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহন চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল ১০ টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে ১০%। তবে প্রার্থীরা বলছেন কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়বে বলে জানান।
তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। তিন উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬৩ জন।
খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন রয়েছেন। খাগড়াছড়ি সদর উপজেলায় ভোট কেন্দ্র ৪১টি। মোট ভোটার ৯২ হাজার ৮৬৪ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৪৭ হাজার ৮৯৫ ও নারী ভোটার ৪৪ হাজার ৯৬৯ জন।
দীঘিনালা উপজেলায় চেয়ারম্যান পদে মোট ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন রয়েছেন। দীঘিনালা উপজেলার ভোট কেন্দ্র ৩৬টি। মোট ভোটার ৯০ হাজার ১৯৪। পুরুষ ভোটার ৪৬ হাজার ৮১ জন ও নারী ভোটার ৪৪ হাজার ১১২ জন।
পানছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে মোট ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন রয়েছেন। পানছড়িতে মোট ভোটার ৫৬ হাজার ৫ ভোট। তার মধ্যে পুরুষ ভোটার ২৮ হাজার ২৪ ভোট ও নারী ভোটার ২৭ হাজার ৯৮০ ভোট।
নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ, র‍্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দ্যেশে ভোটের আগের দিন দুপুরে ব্রিফিং করেছেন জেলা পুলিশ।
৬ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে। কোথাও কোন গোলযোগ করার সুযোগ নেই। ভোট সুষ্ঠু এবং সুন্দর হবে। এ ব্যাপারে সকল প্রার্থীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ