1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশিতঃ বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে
মো. আবদুর রউফ:
বন্যাদুর্গত শতাধিক পানি বন্ধী হতদরিদ্র পরিবারের মাঝে ৬-ইস্ট বেঙ্গল বাঘাইহাট জোনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ মে) বাঘাইহাট জোনের আওতাধীন এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করেন ৬-ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মো. খায়রুল আমিন (পিএসসি)।
বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মো. খায়রুল আমিন বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী
সব সময় দেশের এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের সকলকে মনে রাখতে হবে, সবার উপরে দেশ। আমাদের সকলকে দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এলাকার সকলের সুস্থভাবে বসবাস, নিরাপত্তা এবং বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং  উন্নয়ন মূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী তথা বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।’
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের ভারপাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন তানভীর আহমেদ খান, বাঘাইহাট বাজার সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী, ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন জনপ্রতিনিধি, ক্ষতিগ্রস্ত পানিবন্দী দুস্থ পরিবার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ