1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় উদ্বোধন - আলোকিত খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় উদ্বোধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ১১৭ বার পড়া হয়েছে
মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
মাটিরাঙ্গায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের সহায়তায় ও ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির) উদ্যোগে ন্যায্যমূল্যে এসব পণ্য বিক্রয় উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১২ টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে ন্যায্যমূল্যে তৈল, মশুরের ডাল, চিনি বিক্রয় করা হয়।
মুক্তা এন্টারপ্রাইজের মালিক বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইচ উদ্দিন বলেন, একজন ক্রেতা বরাদ্দের পরিমাণ সয়াবিন তৈল ৫ লিটার ৪শত টাকা,মশুরের ডাল ২ কেজি ১০০শত টাকা ও চিনি ২ কেজি ১০০ টাকা দরে এসব পণ্য ন্যায্যমূল্যে বিক্রয় করা হচ্ছে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন,করোনা ভাইরাসের সংক্রমণ কারণে
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এ উদ্দ্যেগ নেয়া হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় এসব জিনিসপত্র কিনতে হুমড়ি না খেয়ে টিসিবির এসব পণ্য কিনতে মাটিরাঙ্গা উপজেলাবাসীকে আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন পাটোয়ারি, মাটিরাঙ্গা যুবউন্নয়ন কর্মকর্তা মো.শেখ আশ্ররাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, সাবেক উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো.তাজুল ইসলাম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. অন্তর মাহমুদসহ ক্রেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ