নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা ফুটবল এ্যাসোসিয়েশনের আয়োজনে বাঁশরী ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
.
মাটিরাঙ্গা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সাবির্ক সহযোগিতায় অনুষ্ঠিত বাঁশরী ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জনাব ওয়াদুদ ভূইয়া। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী।
.
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ওয়াদুদ ভূঁইয়া ও জাকিয়া জিন্নাত বিথী।
.
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার মানুষের অধিকার হরণ করে রেখেছিল। এই টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। যুবকদের মাদকাসক্তি ও অপরাধ থেকে দূরে রাখতেই এই আয়োজন। আগামী দিনেও এমন আয়োজন অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
.
এসময় তিনি সম্প্রীতি বজায় রেখে সমাজে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
.
এসময় খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মাটিরাঙ্গার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।