1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
সাজেকে গাড়ি দুর্ঘটনায় চালকের বেপরোয়া গতিকে দায়ী করলেন পর্যটকরা - আলোকিত খাগড়াছড়ি

সাজেকে গাড়ি দুর্ঘটনায় চালকের বেপরোয়া গতিকে দায়ী করলেন পর্যটকরা

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি থেকে রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেক যাওয়ার পথে জিপ দুর্ঘটনায় ৮ পর্যটক আহত হয়েছে। তারা ঢাকা নারায়ণগঞ্জ থেকে সাজেক ঘুরতে যাচ্ছিলেন। আহতদের মধ্যে দুজন গুরুতর আহত রয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে বাঘাইহাট থেকে যাওয়ার পথে মাচালং বাজারের আগে একুজ্জাছড়ি উত্তর পাড়ায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
দুর্ঘটনার মূল কারণ হিসেবে চালকের বেপরোয়া গতিকে দোষছেন আহতরা। তারা আরও সচেতন হয়ে গাড়ি চালাতে চালকদের প্রতি আহ্বান জানান।
পুলিশ জানায়, পর্যটকবাহী একটি জিপ সাজেক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িতে থাকা ১২ জন পর্যটকের মধ্যে ৮ জন আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে দীঘিনালা এবং পরে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক জয় মহাজন বলেন, ‘হাসপাতালে ৮ জন রোগী এসেছিলেন। এদের মধ্যে ৫ জনকে ভর্তি করা হয়েছে আর ৩জন চিকিৎসা নিয়েছেন। ভর্তি হওয়াদের মধ্যে হাড় ভাঙ্গা, মাথা ফাটাসহ বিভিন্ন ইনজুরির রোগী রয়েছে। তাদের সুস্থ হতে কিছুদিন সময় লাগতে পারে।’
সাজেক থানার অফিসার্স ইনচার্জ কানন সরকার বলেন, ‘সাজেক যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পর্যটকরা আহত হয়েছে। এর মধ্যে দুজন গুরুতর আহত হয়েছে, একজনের হাত ভেঙে গেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ