1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে দল গঠন করবে যুব রেড ক্রিসেন্ট, খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট ইউনিটের সমন্বয় সভা - আলোকিত খাগড়াছড়ি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে দল গঠন করবে যুব রেড ক্রিসেন্ট, খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট ইউনিটের সমন্বয় সভা

  • প্রকাশিতঃ বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে
সাজু আহমেদ, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে যুব রেড ক্রিসেন্ট’র মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পর্যায়ে দল গঠন ও সহ শিক্ষা কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে
বুধবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের আয়োজনে এবং খাগড়াছড়ি যুব রেড ক্রিসেন্ট’র সহযোগিতায় খাগড়াছড়ি জেলা প্রশাসক’র সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
সভায় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(সকল উপজেলা), একাডেমিক সুপার ভাইজার (সকল উপজেলা), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের ইউনিট লেভেল অফিসার আব্দুল গনি মজুমদার, খাগড়াছড়ি ইউনিটের স্বেচ্ছাসেবকবৃন্দ ও সকল উপজেলার দলনেতাগন।
সভায় যুব রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম কিভাবে অগ্রগতি করা যায় সে বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
উক্ত সভায় ২০২৫ সালে খাগড়াছড়ি জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলগঠন ও প্রত্যেকটি প্রতিষ্ঠানের যুব রেড ক্রিসেন্ট তহবিল পরিচালনার জন্য ব্যাংক হিসাব খোলাসহ কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সকলে একমত পোষণ করেন। তাছাড়া যুব রেড ক্রিসেন্ট সহশিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরিকল্পনা চূড়ান্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ