1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
উৎসবমুখর পরিবেশে মহালছড়িতে সরস্বতী পূজা উদযাপন - আলোকিত খাগড়াছড়ি

উৎসবমুখর পরিবেশে মহালছড়িতে সরস্বতী পূজা উদযাপন

  • প্রকাশিতঃ সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে
মহালছড়ি প্রতিনিধি:
সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মহালছড়িতে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতীপূজা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার কালী মন্দির, মাস্টারপাড়া ও মহালছড়ি সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে অস্থায়ী পূজামন্ডপে স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।
সকালে পূজা অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় বিভিন্ন পূজা মন্ডপে। এরপর পুষ্পাঞ্জলি প্রদান এবং প্রসাদ বিতরণ করে পূজা শেষ হয়। পূজা উপলক্ষে পূজা মন্ডপ গুলো বর্ণিল সাজে সাজানো হয়।
শিক্ষার্থীরা মনে করেন, এ পূজা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং বিদ্যা ও জ্ঞানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের একটি মহৎ উপলক্ষ।
অন্যদিকে পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম’র নেতৃত্বে বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপজেলাতে অনুষ্টিত বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ