1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে মধ্য বোয়ালখালী এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আফজাল হোসেন (৪৬) ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ (৪৩)-কে গ্রেপ্তার করা হয়।
এরপর, গভীর রাতে আরও চার যুবলীগ কর্মীকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মো. জাকারিয়া।
এদিকে আজ সোমবার সকাল থেকে ডেভিল হান্ট এর অংশ হিসেবে উপজেলা জুড়ে মহড়া দিয়েছে দীঘিনালা থানা পুলিশ।
দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মো. জাকারিয়া বলেন, “রবিবার সন্ধ্যা সাতটার দিকে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। এরপর গভীর রাতে আরও চার যুবলীগ কর্মীকে আটক করা হয়েছে।”
তিনি আরও জানান, “গত বছরের ৫ আগস্ট থেকে দীঘিনালায় বিভিন্ন মামলায় অন্তত ৪০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ঠিক কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ