1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
রামগড়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমকে ত্বরান্বিত করতে সমন্বয় সভা - আলোকিত খাগড়াছড়ি

রামগড়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমকে ত্বরান্বিত করতে সমন্বয় সভা

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে
সাজু আহমেদ, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির রামগড়ে যুব রেড ক্রিসেন্ট ও রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) যুব রেড ক্রিসেন্ট রামগড় উপজেলা দলের অন্তর্ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট দল গঠন এবং রেড ক্রিসেন্ট কার্যক্রমকে ত্বরান্বিত করা লক্ষ্যে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং রেড ক্রিসেন্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে উক্ত সভায় রামগড় উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা সমূহের প্রধান শিক্ষকগণ এবং রেড ক্রিসেন্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. নিজাম উদ্দিন লাভলু ও রামগড় রিপোর্টাস ইউনিটি’র সভাপতি মো. বাহার উদ্দিন। এছাড়াও যুব রেড ক্রিসেন্ট রামগড় উপজেলা দলের যুব সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় রামগড় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে রেড ক্রিসেন্ট কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে দল গঠন, রেড ক্রিসেন্ট তহবিল নামে ব্যাংক হিসাব খোলা ও প্রশিক্ষণ পরিচালনার কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ