হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালায় বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দীঘিনালা উপজেলা বিএনপি।
সোমবার (১৭ মার্চ) উপজেলার মেরুং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেলছড়ি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ জনগণ অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকু। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, “বিএনপির লক্ষ্য জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘ লড়াই চালিয়ে যাচ্ছি।” তিনি আরও বলেন, “১৫ বছরের আন্দোলনের ফসল শেখ হাসিনার পতন। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। বিএনপির হাতেই দেশ ও জনগণ নিরাপদ।”
উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।