1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে স্কাউটস দিবস পালিত - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে স্কাউটস দিবস পালিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে
সাজু আহমেদ, খাগড়াছড়ি:
“সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম” প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) খাগড়াছড়ি স্কাউটস রোভার ভবনে
খাগড়াছড়ি জেলা স্কাউটস ও জেলা রোভারের সদস্যবৃন্দরা দিবসটি নানান আয়োজনে পালন করেন।
অনুষ্ঠানের শুরুতেই আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে দখলদার সন্ত্রাসী ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলা ও হত্যাকান্ডের বিরুদ্ধে গভীর শোক প্রকাশ করে ১ মিনিট নিরবতা পালন করেন। পরে আলোচনা সভা ও র‍্যালির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম বিভাগের বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি মো. দুলাল হোসেন, খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক মো. জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম, মানিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক মো. মনির হোসেন, মহালছড়ি সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক কিউট চাকমা, চেঙ্গী মুক্ত রোভার স্কাউট গ্রুপের আরএসএল মো. আরিফুল ইসলাম, মো. ইব্রাহিম খলিল ও খাগড়াছড়ি জেলা স্কাউটসের সম্পাদক দয়া শান্তি চাকমা প্রমুখ।
আলোচনা সভায় বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম বিভাগের বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি মো. দুলাল হোসেন বলেন, প্রথম থেকেই বাংলাদেশ স্কাউটস ও রোভার স্কাউটস দেশের প্রতিটা ক্রান্তিলগ্নে কাজ করে যাচ্ছে। সেবাকে হৃদয়ে ধারণ করে দেশ মাতৃকার সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস ও রোভার স্কাউটস। বাংলাদেশকে সুন্দর,সমৃদ্ধ স্মার্ট করতে প্রতিনিয়ত কাজ করে যাবে বাংলাদেশ স্কাউটস ও রোভার স্কাউটস।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ