সাজু আহমেদ, খাগড়াছড়ি:
ফিলিস্তিনের নিরপরাদ নাগরিকদের নির্বিচারে হত্যার প্রতিবাদ, গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা।
শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১১ টায় খাগড়াছড়ি শাপলা চত্বর মুক্ত মঞ্চ এলাকায় এ বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামি যুব আন্দোলনের খাগড়াছড়ি জেলা সভাপতি মো. আশরাফুল ইসলাম এর নেতৃত্বে খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদের সম্মুখ হতে বিক্ষোভ মিছিল নিয়ে শাপলা চত্ত্বর, নারিকেল বাগান, চেঙ্গী স্কয়ার প্রদক্ষিণ পূর্বক পুনরায় শাপলা চত্ত্বর মুক্ত মঞ্চে প্রতিবাদ সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম খলিল সহ তৌহিদি জনতা উপস্থিত ছিলেন।
এসময় সংক্ষিপ্ত বক্তৃতায় বক্তারা বলেন, ইসরায়েল মানবতার দুশমন। ইসরায়েলের নেতানিয়াহু, আমেরিকার ট্রাম্প, ভারতের কসাই মোদিদের বিরুদ্ধে জিহাদের প্রস্তুতি নিতে হবে বলে উল্লেখ করেন বক্তারা। পরিশেষে ইসরায়েলের সকল পণ্য বয়কট এবং ফিলিস্তিনের জন্য দোয়া কামনা করে কর্মসূচি সমাপ্ত করেন।