সাজু আহমেদ, খাগড়াছড়ি:
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় পাহাড়ের চূড়ায় শিক্ষা, চিকিৎসার অনুদান দিয়ে মানুষের পাশে সবসময়ই দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় পানিতে ডুবে নিহত দুই পাহাড়ি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে নিহতদের বাড়িতে খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মো. খাদেমুল ইসলাম’র নির্দেশনায় পানিতে ডুবে মারা যাওয়া পরিবারকে খাগড়াছড়ি জোনের অধীনস্থ ভাইবোনছড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট নাহিদ হাসান শোকাহত পরিবারকে এ আর্থিক সহায়তা প্রদান করেন।
গতকাল ১০ এপ্রিল খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকার নলছড়া পাড়ায় চেঙ্গী নদীতে ডুবে রিয়া চাকমা (২০) ও পিয়াসি চাকমা (১৪) নামের দুটি মেয়ের মৃত্যু হয়।
‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারায় দুর্গম পাহাড়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় পানিতে ডুবে নিহত দুজনের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী।