1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - আলোকিত খাগড়াছড়ি

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে
সাজু আহমেদ, খাগড়াছড়ি:
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮ টায় “সার্বজনীন উৎসবে মুখর নববর্ষের সূর্যোদয়ে- সমৃদ্ধি সৌহার্দ্য ও সম্প্রীতির আলোয় উদ্ভাসিত হোক সবার জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে বাংলা নববর্ষ -১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
এদিকে সকাল ১০ টায়  “হৃদয়ে পহেলা বৈশাখ” এই প্রতিপাদ্য বুকে ধারণ করে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব ওয়াদুদ ভূইয়ার পৃষ্ঠপোষকতায় পহেলা বৈশাখ উদযাপন কমিটির উদ্যেগে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বাঙ্গালিয়ান নানা জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ডিজিএফআই ডেট কমান্ডার কর্ণেল আতিকুর রহমান পিএসসি, খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল, শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি স্থানীয় সরকারের উপ-পরিচালক ও খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মো. নাসির মাহমুদ গাজী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, বিভাগীয় বন কর্মকর্তা মো: ফরিদ মিয়া, খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ডা. রাজু আহমেদ সহ খাগড়াছড়ি সদরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এসময় বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শাপলা চত্বর প্রদক্ষিন করে পৌর টাউন হলে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে মাধ্যমে কর্মসুচী শেষ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ