1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
রামগড়ে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮ - আলোকিত খাগড়াছড়ি

রামগড়ে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরও ৮জন। নিহত ব্যক্তির নাম আবুল কালাম (৫০)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টায় রামগড় পৌরসভার ৬নং ওয়ার্ডের তৈচালাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার  বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তৈচালাপাড়ার বাসিন্দা মর্তুজা আলীর জমিতে একই এলাকার সাদ্দাম নামের এক ব্যক্তির গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে বিবাদ শুরু হয়। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উভয় পক্ষের অভিযোগের প্রেক্ষিতে সামাজিকভাবে শালিসী বৈঠক ডাকা হয়। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার মুহুর্তে রাত সাড়ে ৯টার দিকে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত হন।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম নামে একজন মারা যান।
রামগড় থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, ‘গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করেই মূলত সংঘর্ষের সূত্রপাত। এঘটনায় ৮ জন আহত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। আহতরা চিকিৎসাধীন রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ