1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে শিশু-নারীসহ ৬৬ ভারতীয় নাগরিককে জোর করে অবৈধ অনুপ্রবেশ করালো ভারতীয় বিএসএফ - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে শিশু-নারীসহ ৬৬ ভারতীয় নাগরিককে জোর করে অবৈধ অনুপ্রবেশ করালো ভারতীয় বিএসএফ

  • প্রকাশিতঃ বুধবার, ৭ মে, ২০২৫
  • ৬৯১ বার পড়া হয়েছে
আলোকিত খাগড়াছড়ি ডেস্ক:
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা এবং পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিককে জোর করে অবৈধ অনুপ্রবেশ (পুশইন) করেছে ভারতীয় বিএসএফ।
বুধবার (৭ মে) ভোরে মাটিরাঙ্গা উপজেলার ৪০ বিজিবি জোনের আওতাধীন শান্তিপুর বিওপির আওতাধীন শান্তিপুর সীমান্ত দিয়ে ৩ পরিবারের ২৭ জন এবং পানছড়ি উপজেলার রুপসেনপাড়া বিওপি এলাকা দিয়ে ২৪ জন এবং বিটিলা বিওপি এলাকা দিয়ে ৬ জন এবং তাইন্দং দিয়ে আরও ৯জন সহ মোট ৬৬ জনকে অবৈধভাবে অনুপ্রবেশ করানোর তথ্য পাওয়া গেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। অনুপ্রবেশ করানো এসব ভারতীয় নাগরিকরা প্রত্যেকেই ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা এবং তারা মুসলিম ধর্মের অনুসারী বলে জানা গেছে। তারা গুজরাটি ও বাংলা ভাষায় কথা বলতে পারেন।
বুধবার ভোরে মাটিরাঙ্গা উপজেলায় অবৈধভাবে অনুপ্রবেশ করানো ভারতীয় নাগরিকরা গোমতি ইউনিয়নের জৈনক আবুল হোসেন মাস্টারের বাড়িতে অবস্থান করেন। পরে বিষয়টি জানতে পেরে শান্তিপুর বিওপি হতে বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি টহল দল গিয়ে তাদের আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানান যে, তারা গুজরাটের বাসিন্দা।
এদিকে খাগড়াছড়ি ৩২ বিজিবি এর অধীনস্থ পানছড়ি উপজেলার রুপসেনপাড়া বিওপির টহল কমান্ডারের নেতৃত্বে রুপসেনপাড়া নামক স্থানে ৩ টি পরিবারের ২৪ জন এবং বিটিলা বিওপির এলাকা দিয়ে ৬ জন সহ সর্বমোট ৩০ জন ভারতীয় নাগরিককে আটক করেন। যাদেরকে রুপসেনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে বাংলাদেশে পুশ ইন করেছে। এর মধ্যে ২৩ জন নারী, ৩ জন পুরুষ এবং ৪ জন শিশু রয়েছে বলে জানা গেছে।
গুজরাটের বাসিন্দারা জানান, তাদেরকে প্রথমে গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে আসা হয় এবং ১১৪ বিএসএফ এলকেপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা শান্তিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করান। এর আগে চোঁখ বেধে প্রায় ১ ঘন্টা পায়ে হাটিয়ে বাংলাদেশের সীমান্তের ভিতরে অবৈধ অনুপ্রবেশ করায় বিএসএফ। এর আরও আগে গুজরাট হতে ২টি বিমান যোগে আনুমানিক ৪৫০ জন কে প্রথমে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয়। এরপর পরিকল্পনা মাফিক পর্যায়ক্রমে এদেরকে বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশ ইন করানো হচ্ছে বলে জানান ভারতীয় নাগরিকরা।
তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ