সাজু আহমেদ, খাগড়াছড়ি:
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ- ২০২৫ উপলক্ষ্যে খাগড়াছড়িতে আলোচনা সভা, প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) সকাল ১০টায় “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্য বিষয়ে খাগড়াছড়ি সদর উপজেলা প্রসাশন ও প্রাথমিক শিক্ষা বিভাগ খাগড়াছড়ির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা শিক্ষা অফিসার শরীফ মো. ইমারাত হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলু আরা বেগম। এসময় খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে এবং প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার লাভ করে।