1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
লক্ষ্মীছড়িতে নিরাপত্তাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী গ্রেফতার - আলোকিত খাগড়াছড়ি

লক্ষ্মীছড়িতে নিরাপত্তাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী গ্রেফতার

  • প্রকাশিতঃ রবিবার, ১১ মে, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে
লক্ষ্মীছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ইউপিডিএফ (মূল) এর এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী।
রবিবার (১১ মে) ভোর রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ির লক্ষ্মিছড়ি উপজেলার দুল্ল্যাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করে লক্ষ্মীছড়ি জোনের একটি আভিযানিক দল। এ সময় তার কাছে ১টি দেশীয় অস্ত্র, ৩ রাউন্ড গুলি, ১ জোড়া ইউনিফর্ম, ২ টি মোবাইল ফোন, ১ টি নোট বুক এবং ১ টি এনআইডি কার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সন্ত্রাসীর নাম জীবন চাকমা ওরফে কিনাধন চাকমা (২৮)। সে লক্ষ্মীছড়ির দুল্ল্যাতলী ইউপির কৈলাশ মহাজন পাড়ার মৃত শান্তি চাকমার সন্তান।
পরবর্তীতে গ্রেফতারকৃত সন্ত্রাসীকে লক্ষীছড়ি থানায় উদ্ধারকৃত অস্ত্র এবং মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করে নিরাপত্তা বাহিনী।
ঘটনার সত্যথা নিশ্চিত করে লক্ষীছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. খালেদ হোসেন বলেন, আটককৃত ইউপিডিএফ সন্ত্রাসী জীবন চাকমার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করার পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
সন্ত্রাসী জীবন চাকমা (২৮) দীর্ঘদিন ধরে লক্ষ্মীছড়ি এলাকায় চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত ছিল। পার্বত্য এলাকায় শান্তি, শৃংখলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযানকে সাধারণ মানুষ সাদুবাদ জানিয়েছেন এবং তা অব্যাহত রাখার দাবী জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ