সাজু আহমেদ, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বুদ্ধ পুর্নিমা উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এ উপলক্ষ্যে রবিবার (১১ মে) দুপুর ১ টায় ত্রি- স্মৃতি বিজড়িত জন্ম, বন্ধুত্ব লাভ ও মহাপরির্নবাণ শুভ বৈশাখী (বুদ্ধ পূর্ণিমা) উদযাপন উপলক্ষ্যে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা করা হয়।
খাগড়াছড়ি সাসসা রাক্ষিতা ভিক্ষু সংঘ ও য়ংড বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির আয়োজনে খাগড়াছড়ি সদর য়ংড বৌদ্ধ বিহার প্রাঙ্গণে কমিটির আহবায়ক উ: ম্রাসাথোয়াই মারমা’র সভাপতিত্বে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শুভ বৈশাখী পূর্ণিমা (বুদ্ধ পূর্ণিমা) উপলক্ষে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিকখার দান ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সাসসা রাক্ষিতা ভিক্ষু সংঘ এর সাধারণ সম্পাদক ভদন্ত ক্ষেমাসারা মহাথের।
এতে বৌদ্ধ ধর্মের দায়ক/দায়িকাগণ সহ বুদ্ধ ধর্মালম্বীবৃন্দ উপস্থিত ছিলেন।
ধর্মীয় আলোচনা সভা শেষে খাগড়াছড়ি য়ংড বৌদ্ধ বিহার প্রাঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে খাগড়াছড়ি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে য়ংড বৌদ্ধ বিহারে এসে শেষ হয়।